ফাইল ছবি
রমজান মাসে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থার কার্যালয়ের জন্য নতুন সূচি নির্ধারণ করেছে সরকার। ওই সময়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস খোলা থাকবে।
সোমবার (০৭ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, রমজানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৯ থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। মাঝে ১টা ১৫ মিনিট থেকে ১ টা ৩০ পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এ সূচি
সুপ্রিম কোর্ট তার নিজস্ব এবং এর আওতাধীন বিভিন্ন আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করবে।
এছাড়া ব্যাংক ও বীমাসহ অন্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা এবং জরুরি সেবাখাতে নিয়োজিত অন্য প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইন অনুযায়ী এই সময়ের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করবে।