
গাইবান্ধায় ৬৫ মাদক স্পট ১২১ জনের নিয়ন্ত্রণে শীর্ষক গত ১৭ মে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে আজ ২০ মে রোববার দুপুরে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস- কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতির যৌথ উদ্যোগে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন শ্রমিক সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা বাস-মিনিবাস- কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান মন্ডল যৌথ ভাবে তাদের লিখিত বক্তব্যে বলেন যে, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সদর ইউনিয়নের কয়েকবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সাকোয়াতজ্জামান প্রধান বাবু’র ছেলে অত্র মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং পলাশবাড়ী প্রস্তাবিত পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে জড়িয়ে ১৭ মে দৈনিক যুগান্তর পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয় তা আদৌও সঠিক ও বস্তুনিষ্ঠ নহে।
সংবাদটি প্রকাশ হওয়ায় মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা মর্মাহত হয়েছে। উক্তরোক্ত বিষয়ে সঠিক ও নিরপেক্ষতার সাথে অনুসন্ধান না করে বিপ্লবকে রাজনৈতিক, পেশাগত, ব্যক্তিগত এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোটর মালিক সমিতির সদস্য আজাদুল ইসলাম, শহিদুল ইসলাম, জিল্লুর রহমান খাজা, দিলিপ চন্দ্র সাহা এবং শ্রমিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, সহ-সভাপতি আজাহার আলী, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সড়ক সম্পাদক মধু মিয়া, ক্রীড়া সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল, প্রচার সম্পাদক রাজা মিয়া এবং ওএস মাসুদ করিম প্রমুখ। আমরা প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কাজেই উক্ত সংবাদের বিষয়টি পুনঃতদন্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় গোয়েদা সংস্থা’র উচ্চ পর্যায়ের জরুরী হস্তপেক্ষ কামনা করছি।