
গাইবান্ধা জেলা জাতীয়তাবাদি শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবসে আজ মঙ্গলবার দিবসটি উদযাপন উপলক্ষ্যে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা মিলিত হয়। সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা সহ জেলা জাতীয়তাবাদি শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবী জানান।