
গাইবান্ধায় গোপন সংবাদের ভিক্তিতে ফুলছড়ি উপজেলায় এক অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে হাতে নাতে জুয়া খেলা অবস্থায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ ৮ মে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬ টা ৫ মিনিটর সময় গাইবান্ধা ডিবি পুলিশের ১ম অভিযানে গাইবান্ধা ফুলছড়ি থানাধীন ১নং কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া বাজারের পার্শ্বে হতে অভিযান চালিয়ে মদনেরপাড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে ১। চাঁন মিয়া (৩৮),মৃত বকুল মিয়ার ছেলে ২। সুমন মিয়া(২২), আজিজারের ছেলে ৩। মজনু মিয়া (৩২), মোহাম্মাদ আলীর ছেলে ৪।মোশাররফ (২৯) ও কাইয়ুমের ছেলে (৫) ফরিদ মিয়া (৩২) কে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
ওসি ডিবি মেহেদী হাসান জানান, পরবর্তীতে আসামীদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে আদালত সকল আসামীদের অর্থদন্ড প্রদান করেন।