
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের আলগার চর থেকে শুক্রবার রাতে ৬ জুয়ারুকে ফরগুটিসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃতদের মধ্যে ২০১৫ সালের ২৩ আগস্ট পার্শ্ববর্তী সন্যাসীর চরে ডাকাতির সময় ফরহাদ মুন্সি হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন ওরফে উজির উদ্দিনও রয়েছে। উজির উদ্দিন ডাকাতিয়া চরের আলী আকবর ওরফে আবু বকরের ছেলে।
এছাড়া একই এলাকার বদি মিয়ার ছেলে সাহেদুল ইসলাম, মৃত. মেছের মন্ডলের ছেলে আব্দুস সালাম, আব্দুল খালেকের ছেলে কাইঞ্চা, বয়রাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহজামাল এবং আলগার চরের সামাদ মন্ডলের ছেলে আমিনুল হোসেনকে জুয়া খেলার সময় আটক করা হয়। পরে এসব জুয়ারুকে ভ্রামমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করা হয়।