
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশি সহায়তা পেতে থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমানের মোবাইল নাম্বার সম্বলিত ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করা হয়।
আজ ২২ মে মঙ্গলবার সুন্দরগঞ্জ থানার উদ্দ্যোগে এ ব্যানার, ফেস্টুন ও লিফলেটগুলো বিতরণ করা হয়।
ওসি’র মোবাইল নাম্বার সম্বলিত ব্যানার, ফেস্টুন ও লিফলেটগুলো উপজেলার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোনালী ব্যাংক, ও অগ্রণী ব্যাংকসহ সকল ব্যাংক এবং জনগুরুত্বপূর্ণ স্থানে এ ব্যানার ও ফেস্টুনগুলো সাঁটিয়ে দেয়া হয়। এছাড়াও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান নিজেই উপস্থিত থেকে ব্যানার ও ফেস্টুন সাঁটান এবং লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন। ফলে ওসি’র মোবাইল নাম্বার সম্বলিত ব্যানার ও ফেস্টুনগুলো উপজেলার বিভিন্ন অফিস এবং জনগুরুত্বপূর্ণস্থানে শোভা পাচ্ছে। ওসি আতিয়ার রহমান সাংবাদিকদের জানান, পুলিশি সহায়তা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতেই আমাদের এ পদক্ষেপ।