
বগুড়ার প্রতিনিধিত্বশীল লিটল ম্যাগাজিন অন্ত্যমিল ছড়া পুরস্কার ২০১৮ পেলেন গাইবান্ধার খ্যাতিমান সাহিত্যিক ছড়াকার আবু জাফর সাবু ও বগুড়ার মনজু রহমান। বুধবার সন্ধ্যায় বগুড়ার টিএমএস মহিলা মার্কেটের স্কাইভিউ মিলনায়তনে ড. সৈয়দ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হয়।
ছড়া সাহিত্যের মানোন্নয়ন ও খ্যাতিমান ছড়াকারদের যথাযথ মূল্যায়ন করার লক্ষ্যে লিটন ম্যাগাজিন অন্ত্যমিলের সম্পাদক সাহিত্যিক ছড়াকার রহমান তাওহীদের উদ্যোগে প্রথমবার এই ছড়া পুরস্কার প্রবর্তিত হয়। প্রতিবছর এই পুরস্কার খ্যাতিমান ছড়াকারদের আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। সাহিত্যিক মাহফুজ ফারুকের প্রাঞ্জল উপস্থাপনায় দীর্ঘ ৪ ঘন্টাব্যাপী পরিচালিত এতদাঞ্চলের খ্যাতিমান প্রবীণ ও নবীন সাহিত্যিক ছড়াকারদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে সাহিত্যিক ছড়াকারদের মধ্যে আলোচনায় অংশ নেন রেজাউর রহমান ডিঙ্গু, এফ শাহজাহান, একে আজাদ, রহমান তাওহীদ প্রমুখ।
দ্বিতীয় পর্বে ‘বগুড়ার ছড়া : চর্চার অর্ধশতক’ শীর্ষক সাজ্জাদ বিপ্লব রচিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা রেজাউর রহমান ডিঙ্গু। আলোচনায় অংশ নেন বইটির সম্পাদক ড. সৈয়দ আব্দুল আজিজ, সাহিত্যিক ছড়াকার আবু জাফর সাবু, মনজু রহমান প্রমুখ। উল্লেখ্য, বগুড়া জেলার ছড়া চর্চা বিষয়ক এই গবেষণা গ্রন্থটি প্রকাশ করেছেন আতা প্রকাশ প্রকাশনী।