
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে করা হয়েছে।
রবিবার রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের নরওয়ালে প্রাদেশিক পরিষদের নির্বাচনি এক সভায় যোগদানের উদ্দেশ্যে নিজের গাড়ী থেকে এঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়।
নরওয়াল জেলা পুলিশের মুখপাত্র ইমরান কিসওয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল নরওয়ালের সভাস্থলে পৌঁছার পর নিজের গাড়ি থেকে নামার সময় এক অজ্ঞাত যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনার পরপরই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর সিএনএনের।
অন্যদিকে জিও টিভি প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল। পাঞ্জাব প্রদেশে নির্বাচনি সভায় অজ্ঞাত হামলাকারী গুলি চালালে তিনি কাঁধে গুলিবিদ্ধ হন।
পাঞ্জাব প্রদেশের নরওয়াল জেলায় এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশটির ফেডারেল মন্ত্রী তালাল চৌধুরী।
জিও নিউজকে মন্ত্রী তালাল চৌধুরী বলেন, সভায় বক্তৃতা দেয়ার পর ইকবাল তার গাড়িতে ঢুকতে যাওয়ার সময় তাকে গুলি করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আহমেদ জানিয়েছেন, তার বাবাকে নরওয়াল জেলা হেডকোয়ার্টার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি এখন বিপদমুক্ত আছেন বলে তিনি জানান।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে অন্তত একজনকে আটক করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।
সিএনএনের খবরে বলা হয়, এ ঘটনার তীব্র নিন্দা ক্ষোভ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসী অবিলম্বের পাঞ্জাব পুলিশ প্রধানকে রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন।