
গাইবান্ধা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার নির্দেশে জেলা জুড়ে মাদক জুয়া নির্মূলে পলাশবাড়ী উপজেলায় থানা পুলিশের লাগাতার অভিযানে ২০ বছরের মাদক ব্যবসা পরিহার করে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের নিকট নিজ হতে এসে আত্মসমর্পন করে চিহ্নিত মাদক সম্রাট মৃত জোব্বারের বোন হিরোইন ব্যবসায়ি সাদেকুন বেগম (৪৫) সে নিজের ভুল বুঝতে পেরে এ মাদক সহ সকল ধরনের মাদক ব্যবসা পরিহার করে সুন্দর স্বাভাবিক জীবনে ফিরতে আজ ১৪ মে স্বশরীরে থানায় এসে আত্মসমর্পন করায় থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম তাকে মিষ্টি মুখ করে ও ফুল দিয়ে অভিনন্দন জানান।
এসময়,শিক্ষক জিয়াউল কবির জুম্মন, শিক্ষক রবি মাষ্টার, যুবলীগ নেতা জাহাঙ্গীর ইবনে জুবায়েদ মিলন,পলাশবাড়ী প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ,প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টাস ইউনিটির সভাপতি গণজাগরণ আশরাফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সহ পুলশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম জানান,মাদক পরিহার করে কেউ সুপথে স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে চাইলে পুলিশের সার্বিক সহযোগীতা অব্যহত থাকবে। যে কেউ ইচ্ছা করলে এ সুযোগ গ্রহন করতে পারে।
স্বাভাবিক পথে ফিরে আসার অঙ্গিকারকারী সাদেকুন বেগম (৪৫) পলাশবাড়ী সদর ইউনিয়নের গৃধারীপুর গ্রামের আবু জাফর কবিরের স্ত্রী। গত ১ মাস আগে আবু জাফর কবির মাদক সহ গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে আছে।