
গাইবান্ধার পলাশবাড়ীতে মহিলাসহ অজ্ঞান পাটির ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই হায়দার আলী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলা সদরের সরকার মার্কেটের সামনে হতে অভিযান চালিয়ে এক মহিলাসহ অজ্ঞান পাটির ৩ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দিগদারী গ্রামের নুর হোসেনের ছেলে আঞ্জু মিয়া (৪০), একই উপজেলার বকচর গ্রামের মৃত ছোলায়মানের ছেলে শাহারুল ইসলাম (৩০), পারবয়রা গ্রামের বদিয়াজ্জামানের মেয়ে ঝরনা বেগম।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।