
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের শামসুল আলমের ছেলে থানা বিএনপির সদস্য রাসেদুজ্জামান পল্বব (৪০) কে জোড় পূর্বক ধান কর্তন করে নেওয়ার অভিযোগে দায়েরকৃত ১৩/১৪-৫-১৮ নং মামলায় আসামী হিসাবে আজ ১৬ মে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ মে দিনের বেলায় শক্তির বড়াই দেখিয়ে জোড় পূর্বক হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্র পুর মৌজার জেএল নং ৫৭ খতিয়ান নং ৩১২ আর এস খতিয়ান নং ৩২১ দাগ নং ৬২৭ /৭৩৫ নং দাগে এ ২৬৪ শতাংশ জমির মধ্যে ৩৫ শতক ও ৭৩৫ দাগে ৩৯ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলমান এ মামলায় চৌয়ালিশ ধারা জারি থাকার পরে আইনের তোয়াক্কা না করে জোর পূর্বক এ জমি গুলোর ধান কর্তন করায় পল্বব সহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় রাসেদুজ্জামান পল্বব কে গ্রেফতার করে পুলিশ। চিহ্নিত এ বিএনপি নেতা স্থানীয় কিছু আওয়ামীলীগ নেতার ছত্রছায়ায় থেকে বহাল তবিয়তে আছে দীর্ঘদিন এলাকার বিরোধীদলীয় আন্দোলনে সক্রিয় কর্মী হওয়ার পরে এ পর্যন্ত কোন মামলা মোকাদ্দমায় আসামী হয়নি সে। গ্রেফতারকৃত রাসেদুজ্জামান পল্বব পলাশবাড়ী থানা বিএনপির সভাপতি শাহ আলম সরকার টুপি আলমের ভাগ্নে।