
বাংলাদেশ ছাত্রলীগ পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মরহুম মেহেদী আজাদ রাসেলের স্মরণে আজ ৩০ এপ্রিল সোমবার বিকালে শহরের বিভিন্ন সড়ক প্রর্দক্ষিণ করে র্র্যালীটি। পরে উপজেলা হলরুমে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে শোকসভা স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, মরহুম মেহেদী আজাদ রাসেলের পিতা জুলহাস উদ্দিন সরকার দুলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সামিকুল ইসলাম সরকার লিপন,সহ সভাপতি আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, প্রফেসর মাহবুব আলম,আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহেল কাফি,উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু,সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, জাতীয় রিক্সাভ্যান শ্রমিকলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু, উপজেলা তাতীলীগের সভাপতি আকতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব, ছাত্রলীগ নেতা মোসস্তাকিম সরকার বাবলা,খন্দকার ফরহাদ হোসেন,অলক কুমার, শাকিউল ইসলাম বাপ্পী, নাজিউর রহমান নয়ন, মামুনার রশিদ সুমন প্রমুখ।
শোকসভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।