
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মজয়ন্তি উপলক্ষ্যে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সাহিত্য কেন্দ্রের আয়োজনে গতকাল ১৩ মে রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার সংগ্লন্ন কেন্দ্রের হলরুমে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা করে উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড.শাশ্বত ভট্টাচার্য।
সভায় আরো বক্তব্য রাখেন পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংগঠক অধ্যক্ষ হাসান আজিজুর রহমান, জেলা উদীচীর সভাপতি উপাধ্যক্ষ জহুরুল কায়ূইম, ক্ষেত মজুর সমিতি জেলা কমিটির সভাপতি আলহাজ্ব একরাম হোসেন বাদল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নাফ সরকার ,বাসদের সমন্বয়ক অলিউজ্জামান বাদল,উপজেলা বধ্যভূমি সংরক্ষণ কমিটির সদস্য সচিব আব্দুল্যাহ আদিল নান্নু, উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুল ইসলাম,পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ ই ম মিজানুর রহমান মিজান,লেখক বজলার রহমান রাজা,সাংস্কৃতিক কর্মী কল্পনা বেগম, উপজেলা গণজাগরণমঞ্চ মুখপাত্র ও রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগীত শিক্ষক করেন বেলাল হোসেন, শিল্পী রাফিয়া বেগম,কবিতা আবৃতি করেন পলাশবাড়ী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট এর অধ্যক্ষ মিজানুর রহমান সুজন, পলাশবাড়ী মহিলা কলেজের প্রভাষক মাহমুদা বেগম চৌধুরী।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের প্রভাষক নবীউল ইসলাম।