
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা আওয়ামী অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ শামছুজ্জোহা হিটু।
পলাশবাড়ীস্থ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং পলাশবাড়ী প্রস্তাবিত পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে জড়িয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয় তা আদৌও সঠিক ও বস্তুনিষ্ঠ নহে। সংবাদটি প্রকাশ হওয়ায় পলাশবাড়ী উপজেলা আওয়ামী অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মর্মাহত হয়েছে।
উপরোক্ত বিষয়ে সঠিক ও নিরপেক্ষতার সাথে অনুসন্ধান না করে বিপ্লবকে রাজনৈতিক, পেশাগত, ব্যক্তিগত এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহজাহান শেখ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, মহিলা যুবলীগ সভাপতি কল্পনা সরকার, তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটু ও পৌর ছাত্রলীগ আহবায়ক আহাদুল ইসলাম সবুজসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তারা প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ ও প্রকাশিত সংবাদের বিষয়টি পুনঃতদন্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও গোয়েন্দা সংস্থা’র উচ্চ পর্যায়ের জরুরী হস্তপেক্ষ করেছেন।