
জাজ মাল্টিমিডিয়া সাধারণত জমকালো আয়োজনের মাধ্যমে নতুন নায়িকাদের পরিচয় করিয়ে দেয়। এবারও ব্যতিক্রম না। জাজের এবারের নায়িকা ছোটপর্দার প্রিয় মুখ আজমেরী হক বাঁধন।
দেশের সর্ববৃহৎ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার এবারের ছবি নাম ‘দহন’। রায়হান রাফির পরিচালনায় ছবিটিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। মাসখানেক ধরে অন্য নায়িকা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। জাজ আয়োজন করে কুইজেরও। এবার নাম জানা গেল।
রাজধানীর ঢাকা ক্লাবে সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জানা গেল ‘দহন’-এর নায়িকা হতে যাচ্ছেন বাঁধন।
বাঁধন জানান, ‘দহন’-এর গল্প ও চিত্রনাট্য তাকে মুগ্ধ করেছে। সেই অনুসারেই ছয়মাস ধরে নিজেকে প্রস্তুত করছেন। ইতোমধ্যে ১৬ কেজি ওজন ঝরিয়েছেন। আরো ৫ কেজি কমানোর কসরত করছেন।
জানা গেছে, সিনেমাটিতে সাংবাদিক চরিত্রে দেখা দেবেন বাঁধন। এর জন্য তিনি বাইক চালানোও রপ্ত করেছেন।
সিয়াম-পূজাকে নিয়ে ‘পোড়ামন ২’ নির্মাণ করে ইতোমধ্যে আলোচনায় এসেছেন রায়হান রাফি। প্রথম সিনেমাটি গ্রামীণ আবহে নির্মিত হলেও দ্বিতীয়টির গল্প শহর কেন্দ্রিক। সিয়ামকে দেখা যাবে নেশাগ্রস্ত যুবক রূপে। আর পূজাকে দেখা যাবে পোশাক শ্রমিকের চরিত্রে। ১০ মে ‘দহন’ ছবির এর শুটিং শুরু হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, জাজের কর্ণধার আব্দুল আজিজ, নুসরাত ফারিয়া, ইমরান, কনা, রোশান, সিয়াম, পূজা, এভ্রিল প্রমুখ।
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার আপ হওয়ার মাধ্যমে ছোট পর্দায় বিচরণ শুরু করেন মুন্সিগঞ্জ জেলার এ গুনী অভিনেত্রী বাঁধন। বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (ডেন্টাল) পাশ করা ৩১ বছর বয়সী এ অভিনেত্রী ২০১০ সালে ‘নিঝুম অরণ্যে’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রথম। মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ছবিটিতে বাঁধনের নায়ক ছিলেন সজল।
‘দহন’ ছবিটি হবে বাঁধন অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র।