
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মুবি শহরের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ২৪জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। এ ঘটনার জন্য পুলিশ বোকো হারামকে দায়ী করেছে। খবর বিবিসির।
স্থানীয় পুলিশের মুখপাত্র আবু বাকার জানিয়েছেন, স্থানীয় সময় বিকেলের দিকে মুসল্লিরা আছরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন এসময় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২৪জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।
তিনি আরো বলেন, প্রথম বোমাটি বিস্ফোরণের পর লোকজন পালানোর সময় আরেকটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের সংখ্যা বাড়ে।
এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লেটাইমস ডটকম জানিয়েছে, এক যুবক সুসাইড ভেস্ট পরে মুসল্লিদের সাথে মসজিদের ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটাতে দেখেছেন। এতে মসজিদের ছাদ উড়ে গেছে বলেও জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।
প্রসঙ্গত, ২০০৯ সালে থেকে ইসলামিক স্টেট গঠনে বোকো হারাম নামে একটি জঙ্গি গোষ্ঠী দেশটিতে একের পর এক হামলা চাচ্ছে। এতে এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত এবং দুই লাখ মানুষ আহত ও বাস্তুচ্যুত হয়েছেন।