
দীর্ঘদিনে প্রতিক্ষার অবসান হলো অবশেষে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপির হস্তক্ষেপে চালু হলো সুন্দরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
আজ ২১ মে সোমবার দুপুরে এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটির কার্যক্রম চালু করা হয়। এর আগে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী স্টেশনটি চালু করার ব্যাপারে সংসদ অধিবেশনে জোড়ালো বক্তব্যে মাধ্যমে বিষয়টি তুলে ধরেন।
আজ ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. গোলাম কিবরিয়া, ফায়ার সার্ভিস ডিভিশন জেলার উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার, নদী বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আহবায়ক ছাদেকুল ইসলাম দুলাল, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ গোলাম মোস্তফা আহম্মেদসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, আট লক্ষ জনসাধারণের বাস সুন্দরগঞ্জ উপজেলা। প্রতিনিয়ত অগ্নিকান্ডের ঘটনায় ভষ্মিভূত হতো উপজেলার অসংখ্য ঘর-বাড়ি ও পশু-পাখিসহ মানুষ। নিঃস¦ হতো জনসাধারণ। বিষয়টি উপলব্ধি করে স্থানীয় জনসাধারণ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পরে সরকারের নির্দেশে ২০০৭ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের নির্মাণ শুরু হয় এবং শেষ করেন ২০১৩ সালে। এর আগে ২০১২ সালে স্টেশনে জনবল নিয়োগ দেন সরকার। সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নামে নিয়োগ প্রাপ্ত জনবল নিয়োগ পাওয়ার পর থেকেই গোবিন্দগঞ্জসহ অন্যান্য উপজেলায় সেবা দিয়ে আসছিলো। ভবন ও জনবল আছে, কাজ নেই বিষয়টি এমপি শামীম হায়দার পাটোয়ারী গত সংসদ অধিবেশনে তুলে ধরেন। এর ফলে সোমবার ফায়ার সার্ভিস স্টেশনে জনবল ও গাড়ি চলে আসে। আরো জানা যায়, গাড়ি একটি, ড্রাইভার দু’জন, লিডার একজন ও ফায়ারম্যান ছয়জন কাজ করবেন এ ফায়ার স্টেশনে।