
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর পশ্চিমপাড়ায় বৃদ্ধ আব্বাছ আলীর জমি বেদখল করে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে একই গ্রামের কসাই ইকবাল হোসেন ও তার সহযোগীরা। এজন্য তারা নানা সন্ত্রাসী তৎপরতা এবং হয়রানী ও হুমকি অব্যাহত রেখেছে। এর প্রতিকার ও ইকবাল হোসেনের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ ২৪ মে বৃহস্পতিবার গাইবান্ধা প্রেস ক্লাবে আব্বাছ আলীর পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, পশ্চিমপাড়ায় আব্বাছ আলীর ক্রয়কৃত ৩ একর ৬৬ শতক জমি নিয়ে একই গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে ইকবাল হোসেন, মৃত রফিকুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম, মৃত দেলদার হোসেনের ছেলে সাদা মিয়া, মৃত মতিয়ার রহমানের ছেলে মতিয়ার রহমান, সাদা মিয়ার স্ত্রী গোলাপী বেগম, ইকবাল হোসেনের ছেলে লায়লা বেগম, বাবলু মিয়ার ছেলে হামিদুল হক, মৃত হায়দার আলীর ছেলে মাছুমা বেগম, হযরত আলীর ছেলে আমেনা বেগমের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।
আব্বাছ আলীর ছেলে মেয়ে ও আত্মীয়-স্বজন এলাকার বাইরে থাকায় ইকবাল হোসেন ও তার লোকজন সংঘবদ্ধভাবে বিভিন্ন সময়ে আব্বাছ আলীর জমি বেদখল করে নেয় এবং ফসল ক্ষতিগ্রস্ত করে। সম্প্রতি তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে ইকবাল হোসেন ও তার লোকজন বৃদ্ধ আব্বাছ আলীকে জীবননাশের হুমকি দেয়। এব্যাপারে গাইবান্ধা সদর থানায় আব্বাছ আলী উল্লেখিত ৯ ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। এরপর থেকে ওই সন্ত্রাসীরা আরও মারমুখী হয়ে উঠেছে এবং আব্বাস আলী ও তার পরিবারের লোকজনদের নানাভাবে হয়রানী ও হত্যার হুমকি প্রদান করছে। সংবাদ সম্মেলনে আব্বাছ আলীর ছেলে একেএম হুমায়ুন কবির মিলন, পুত্র বধূ আফরোজা বেগম, মেয়ে জান্নাতি বেগম ও জামাতা মনিরুল হক উপস্থিত ছিলেন।