
ট্রেণে পাথর নিক্ষেপকে না বলুন- এই শ্লোগাণকে সামনে রেখে রেলওয়ে নিরাপদ রাখতে রেল কর্তৃপক্ষের জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসাবে বাংলাদেশ রেলওয়ে লালমনির হাট বিভাগের উদ্যোগে আজ দিনভর রংপুরের কাউনিয়া জংসন থেকে গাইবান্ধার বোনার পাড়া জংসন পর্যন্ত বিভিন্ন স্টেশনে ও সংলগ্ন এলাকায় যাত্রী সমাবেশ, বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময়, লিফলেট বিতরণ করা হয়। রাজশাহির ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার ফুয়াদ হোসেন আনন্দ রেল কর্মকর্তাদের দলের নেতৃত্ব দেন।
গাইবান্ধা রেল স্টেশনে পশ্চিমাঞ্চলীয় রেলের কর্মকর্তা বলেন, চলন্ত ট্রেণে পাথর নিক্ষেপ করে নিরীহ যাত্রীদের আহত করা একটি ঘৃণ্য কাজ। কিছু সংখ্যক উচ্ছৃংখল তরুণ ও কিশোর এই ভয়ংকর কাজটি করে থাকে। রেল লাইনের পাশে বসবাসকারী বিবেকবান মানুষেরা বিশেষ করে মসজিদের ইমাম, শিক্ষক-ছাত্র, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও বয়জ্যেষ্ঠ ব্যক্তিরা স্বতফ‚র্ত ভাবে এগিয়ে এলে সাধারণ যাত্রীদের জীবন ও রেলের সম্পদ রক্ষা পাবে। এসময় বক্তারা তারা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতাও কামনা করেন।