
অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার তিনি না ফেরার দেশে চলে যান।
মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর বলে শুরুতেই নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরপর ইলেকট্রিক শক ও ইসিজি রিপোর্ট দেখার পর বেলা ৪টা ২০ মিনিট নাগাদ- কর্তব্যরত চিকিৎসক নূর হোসেন তাজিন আহমেদকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ ও অভিনয় শিল্পী রওনক হাসান। তিনি বলেন, ‘অসুস্থতার খবর পাওয়ামাত্রই আমরা হাসপাতালে আসি। একটু আগে চিকিৎসক আমাদের জানিয়েছেন, তাজিন আর নেই।’
অভিনেতা রওনক হাসান জানান, মরদেহ সমাহিত করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত পরিবার থেকে নেওয়া হয়নি।
এদিকে তাজিন আহমেদের এই খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অভিনেতা রিয়াজ, রওনক হাসান, নির্মাতা বদরুল আনাম সৌদ, সকাল আহমেদ, অভিনেত্রী জেনীসহ অনেকেই।
এর আগে জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের হার্ট অ্যাটাক হয়েছে। তাকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম খবরটি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় তার হার্ট অ্যাটাক হয়। টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে এ মুহূর্তে হাসপাতালে আছেন রওনক হাসান ও তানভীন সুইটিসহ আরো অনেকে।
নাসিম বলেন, ‘আজ দুপুরের দিকে তাজিন আপুর সিভিয়ার হার্ট অ্যাটাক হয়। তার বাসায় তার তেমন কোনো আত্মীয়-স্বজন থাকে না। ওই মুহূর্তে একজন মেকআপ আর্টিস্ট তার বাসায় ছিলেন। তিনি তাকে হাসপাতালে নিয়ে যান এবং আমাদেরকে খবর দেন।’
আহসান হাবিব নাসিম আরো বলেন, ‘তাজিন আহমেদের এজমার সমস্যা ছিল। হার্টের কোনো সমস্যা ছিল এটা জানা ছিল না।
প্রসঙ্গত, বিটিভির সোনালি দিনগুলোতে তাজিন আহমেদের উত্থান। জাহিদ হাসান, আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, টনি ডায়েসদের সঙ্গে জুটি বেঁধে নিয়মিতই তিনি হাজির হতেন টিভি দর্শকদের সামনে। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সুনাম কামিয়েছেন তিনি।
ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তাজিন আহমেদ। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও জনপ্রিয়তা পান তিনি। নাট্যজগতে কাজের শুরুর দিকে তিনি আরণ্যক নাট্যদলের মাধ্যমে মঞ্চনাটকে অভিনয় করেন। পরে টেলিভিশন নাটক করে খ্যাতি অর্জন করেন। তবে গত কয়েক বছর টেলিভিশন নাটকে অনিয়মিত ছিলেন তিনি। তবে কিছুদিন আগে মঞ্চে আরণ্যকের ‘ময়ূর সিংহাসন’ নাটকে অভিনয় করেন তাজিন।
গত বছর নতুন রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে’ (এনডিএম) যোগ দিয়েছিলেন তাজিন আহমেদ। দলটির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক (সাংস্কৃতিক) পদ পেয়েছিলেন তিনি।