
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ ১২ মে শনিবার দুপুরের দিকে ইউনিয়নের বিলগ্রাম কচুয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন কৃষক জমিতে ধান কাটতে গিয়ে অজ্ঞাত ওই তরুণীর গলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এখবর নিশ্চিত করে থানার অফিসার ইনর্চাজ মজিবর রহমান পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি গলিত হওয়ায় তাকে চেনা যাচ্ছেনা। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর হবে।ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি আরো মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।