
রাজধানী ঢাকার ধানমন্ডিতে একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ার ঘটনায় ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান (৫০) নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার (১১ মে) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লতিফ বিশ্বাস জানান, মৃত মোস্তাফিজুর রহমানের কাছে থাকা ভিজিটিং কার্ড দেখে তার নাম ও পরিচয় শনাক্ত করা হয়।
ওসি জানান, সকালে ধানমন্ডি সুধাসদন এর বিপরীত পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে। এতে মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
ওসি বলেন, পরিবারের সদস্যরা আসলে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হবে।
আরো পড়ুন…
রাজধানীতে পিকআপের ধাক্কায় কিশোর নিহত
ঢাকা: রাজধানীর আরামবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় শাওন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পথচারীরা। রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওনের বাড়ি মাদারীপুর ডাসার থানা এলাকায়। তার বাবার নাম লিটন মিয়া। ফকিরাপুল পেপসির গলির একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করত শাওন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য শাওনের লাশটি মর্গে রাখা হয়েছে।