
১ শত ৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের ভূ-সম্পতি রক্ষার দাবীতে মানববন্ধন করেছে ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন ৯৪ ব্যাচের একটি সংগঠন।আজ ১৬ মে বুধবার সকালে শহরের ১ নং ট্রাফিক মোড়ে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও বিদ্যালয়ের সামনে ১ একর ৭৩ শতাংশ জমি রয়েছে। উক্ত জমির একাংশে শিক্ষকদের থাকার জন্য আবাসিক ভবন এং শিক্ষার্থিদের খেলার জন্য একটি মাঠ রয়েছে, ঐ জমিটি দির্ঘদিন থেকে জনৈক প্রধান শিক্ষক হাফিজুর রহমান অন্যায় এলাকার চিহ্নিত ভূমি দস্যুদের সাথে নিয়ে অন্যায় ভাবে জমিটি দাবী এবং দখল করে রেখেছে।

এরই প্রতিবাদে স্কুলের বর্তমান এবং প্রক্তন ছাত্ররা এ মানববন্ধন কর্মসুচি পালন করে পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারক লিপি প্রদান করে।