
গাইবান্ধার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অটোরিক্সা ছিনতাই চক্রে সদস্য ও স্বর্ণ প্রতারক চক্রে ২ সদস্য সহ মোট ৮ জন কে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এছাড়াও জেলা জুড়ে পুলিশের নিয়মিত অভিযানে গতকাল হতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন মামলায় মোট ৩৬ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
অটোবাইক ছিনতাই ও স্বর্ণ প্রতারক চক্রের বিষয়ে জানান,অটোবাইক ছিনতাই চক্রটি এ এলাকা হতে অটোবাইক ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে চালককে অচেননাশক খাবার খাওয়ায়ে চালক কে ফাঁদে ফেলার চেষ্টা করে। এ ঘটনাটি অটোবাইক চালক বুঝতে পারলে স্থানীয়দের সহযোগীতা চক্রে এক সদস্যকে আটক করে পুলিশ। এছাড়াও নকল স্বর্ণে বার দেখিয়ে একটি মহিলার গলার চেন নিয়ে নেয় প্রতারক চক্রটি পরে সদরের খোলাহাটি ইউনিয়নের মাঠবাজার হতে প্রতারক চক্রে ২ সদস্য কে গ্রেফতার করা হয়। এছাড়াও জুয়ারি সহ নারী নির্যাতন মামলায় মোট ৮ জন কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।