
গাইবান্ধায় মাদক সেবনের দায়ে আসরাফুল ইসলাম বাবু কে আটক করেছে পুলিশ পরে ভ্রাম্যমান আদালতে উপস্থাপ৬ মাসের সাজা প্রদান করে আদালত।
মাদক সেবনের দায়ে আটককৃত আসরাফুল ইসলাম বাবু পৌরসভাধীন পূর্বপাড়ার সুলতান মাহমুদের ছেলে। পুর্বপাড়া নিজ বাড়ীর সামনে থেকে মাদক সেবনের দায়ে আটক করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাস জেল প্রদান করা হয় ।
এখবর নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসান ইনচার্জ খান মো, শাহারিয়া।