
গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ হতে নতুন নিয়োগপ্রাপ্ত ১৪৪ পুলিশ সদস্যদের আগামীকাল ট্রেনিং সেন্টারে যোগদান উপলক্ষে আজ ৩ বৃহস্পতিবার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার ‘বি’ সার্কেল মইনুল হক সহ জেলার সকল পুলিশ কর্মকর্তাগণ গাইবান্ধা পুলিশ লাইন্সে ১২২ জন ছেলে ও ২২ জন মেয়ে মোট ১৪৪ জন টিআরসি দের ফুলদিয়ে বরণ শেষে সকলের জন্য মধ্যান্নভোজের আয়োজন করা হয়।
এর আগে অতিরিক্ত পুলিশ সহ সকল কর্মকর্তাগণ সকল টিআরসিদের বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসাবে যোগদান করায় জেলা পুলিশের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধকারী বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে ট্রেনিং শেষে এসে দেশের অভ্যন্তরীন আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখা সহ পুলিশের ভাবমূর্তি বাড়ানো ও জনগনের আশা আকংখা পুরণে ভূমিকা রাখার আহবান জানানো হয়।