
সারাদেশে মাদক বিরোধী কঠোর অভিযানের অংশ হিসাবে ২১ মে সোমবার রাত অনুমানিক ৭ টা ৫০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা সদর থানাধীন ডিবি রোড নর্থ বেংগল হোটেল এর সামনে হতে অভিযান চালিয়ে ঐ এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ওরফে লিখন (৪০) কে মাদক বিক্রয় করা কালীন সময় ৫৫০(পাঁচশত)পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৫ গ্রাম হেরোইন সহ আটক করে।
প্রথম অভিযানে ইয়াবা ও হিরোইন সহ গ্রেফতার সিরাজুল ইসলাম ওরফে লিখন (৪০) গাইবান্ধা পৌরসভাধীন ফকিরপাড়ার মৃত খাইরুল এনামের ছেলে।
একই তারিখে রাত অনুমানিক ৯ টা ৫০ মিনিটের সময় পলাশবাড়ী থানাধীন ঠোলভাংগা ব্রিজপর পাশ্ব হতে অপর পেশাদার মাদক ব্যবসায়ী নাজমুল সরকার(২২) ও তার সহযোগী নাজমুল প্রামানিক(২০) কে ৩৫০ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া(২৫ গ্রাম) হিরোইন সহ আটক করে।
দ্বিতীয় অভিযানে গ্রেফতাকৃত ইয়াবা ব্যবসায়ি ১। নাজমুল সরকার (২২) পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তার অপর সহযোগী নাজমুল প্রমানিক (২০) সাদুল্যাপুর উপজেলার পাইকা গ্রামের আকবর আলীর ছেলে।
এখবর নিশ্চিত ডিবি ওসি মেহেদী হাসান জানান,গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়িদের নিকট হতে উদ্ধার কৃত ইয়াবা ও হিরোইনের মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি লিখনের বিরুদ্ধে পুর্বে আরোও ৩ টি মাদক মামলা ও নাজমুল সরকারের বিরুদ্ধে ২ টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। ইয়াবা ও হিরোইন সহ গ্রেফতারের ঘটনায় এদের বিরুদ্ধে সদর ও পলাশবাড়ী থানায় দুটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।