
জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া নির্দেশে গাইবান্ধায় সাড়াশি মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ৩০ মে বুধবার ১০ টা ২৫ মিনিটের সময় ডিবি পুলিশ পৌরসভাস্থ সুখনগর মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে হতে অভিযান চালিয়ে ঐ এলাকার ইয়াবা ব্যবসায়ী ১)রাশেদুল ইসলাম @ রিমন(২৫) কে ৩২৫ পিস ইয়াবাসহ ও ২ য় অভিযানে একই দিন বেলা ১২ টা ১৫ মিনিটের সময় গাইবান্ধা টু পলাশবাড়ীগামী পাকা রাস্তার উপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে অভিযান চালিয়ে ইয়াবা ও হিরোইন ব্যবসায়ী (২)নাহিদ মোস্তফা (৩৯), ৩। বেলাল হক মিঠু(৩৮), ৪। আশরাফুল ইসলাম কোনা(৩৫) কে ১১গ্রাম হিরোইন ও ১০০ পিস ইয়াবা সহ ডিবি পুলিশ গ্রেফতার করে।
প্রথম অভিযানে ইয়াবাসহ আটক রাশেদুল ইসলাম @ রিমন (২৫) পৌরসভাস্থ শাপলাপাড়ার আব্দুল করিমের ছেলে। ২ য় অভিযানে আটককৃত পৌরসভাস্থ দক্ষিণ ধানগড়া গ্রামের মোহাম্মাদ আলী ছেলে ২। নাহিদ মোস্তফা (৩৯),ডিবি রোড ফকিরপাড়ার মৃত সামশুল হক মন্টুর ছেলে ৩। বেলাল হক মিটু (৩৮), সুখনগর এলাকার মৃত লালু মিয়ার ছেলে আশরাফুল ইসলাম কোনা (৩৫)।
এ খবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবা ও হিরোইনের মূল্য ১২ লক্ষ ৭০হাজার টাকা। আসামী রিমনের বিরুদ্ধে ২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।ও অপর ৩ আসামি মোবাইল কোর্টে একাধিকবার সাজা ভোগ করেছে।আসামিদের বিরুদ্ধে সদর থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।