
গাইবান্ধায় এক লাখ টাকার হিরোইন সহ চিহ্নিত ২ জন চিহ্নিত মাদক কারবারি কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ ১৬ মে বুধবার দুপুর অনুমানিক ১ টা ১০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা পৌরসভাধীন বনানী আবাসন প্রকল্প এলাকার ভিতরে নির্মানাধীন বাড়ী গুলির সামনে অভিযান চালিয়ে আরিফ (২৭) কে ৩০ পুড়িয়া ও আসামি ২। সোহেল রানা ওরফে ছোট সোহেল(২৮) কে ১২ পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করে।
হিরোইন সহ গ্রেফতার ১। আরিফ (২৭) পৌরসভাধীন শাপলাপাড়া গ্রামে তছলিম উদ্দিনের ছেলে ও ২। সোহেল রানা (২৮) ফকিরপাড়ার শফি কসাইয়ের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, উদ্ধার কৃত হিরোইনের মূল্য এক লাখ টাকা। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামী সোহেল রানা ওরফে ছোট সোহেল বিরুদ্ধে আরো ৪ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। হিরোইন সহ গ্রেফতারের ঘটনায় এ ২ মাদক কারবারির বিরুদ্ধে গাইবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর করা হয়েছে।