
গাইবান্ধায় ডিবি পুলিশের এক অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী নোয়া দুদু শেখ (৫৫) কে ৫০ গ্রাম হিরোইন ও ১০০ পিস ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ ২ মে বুধবার রাত্রী অনুমানিক ৮ টা ৫০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ টু মহিমাগঞ্জ রোডস্থ কোঁচাশহর এলাকায় অভিযান চালিয়ে ঐ এলাকার পেশাদার হেরোইন ও ইয়াবা বিক্রেতা দুদু শেখ ওরফে নোয়া দুদু (৫৫) কে ৫০ গ্রাম হেরোইন ও ১০০( একশত ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
হিরোইন ও ইয়াবা সহ গ্রেফতারকৃত দুদু শেখ ওরফে নোয়া দুদু (৫৫) গোবিন্দগঞ্জ উপজেলার শক্তিপুর গ্রামের মৃত রহিম উদ্দিন শেখের ছেলে। সে দীর্ঘদিন হতে অত্র এলাকায় হিরোইন ও ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করতো ডিবি পুলিশ কর্তৃক এ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়া স্থানীয় স্বস্তি প্রকাশ করে এ মাদক ব্যবসায়ী দ্রুত শাস্তি দাবী করেন।
এ বিষয়ে ডিবি ওসি মেহেদী হাসান জানান,উদ্ধারকৃত ৫০ হেরোইন ও ইয়াবার এর মূল্য ৫,৪০,০০০/= টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আরো ১ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এঘটনায় মাদক ব্যবসায়ীর নোয়া দুদুর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর করা হয়েছে।