
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আজ ১৪ মে সোমবার সাজু মাহমুদ (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সাজু মাহমুদ গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া গ্রামের আজিজার রহমানের ছেলে এবং ঘাগোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য।
পুলিশ জানায়, সাজু মাহমুদ বেশ কিছুদিন থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের আইডির মাধ্যমে ছড়িয়ে দিয়ে আসছিল। বিষয়টি নজরে আসলে তাকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। এদিকে গ্রেফতার হওয়ার আশংকায় সাজু মাহমুদ আত্মগোপন করে। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
এখবর নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার সাংবাদিকদের বলেন, সাজুর ফেসবুক আইডি থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।