
গাইবান্ধায় আজ শুক্রবার গভীর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ি জুয়েল নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য। এসময় তার কাছে থেকে একটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে গভীর রাতে এ ঘটনা ঘটেছে। জুয়েল শহরের ব্রিজ রোড কালীবাড়ী পাড়া এলাকার মৃত নছিম ড্রাইভারের ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই রহিম, এএসআই মশিউর ও কনস্টেবল আব্দুর রাজ্জাক। তারা গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, দীর্ঘদিন ধরে জুয়েল গাইবান্ধার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করতেন। গোপন খবরে শুক্রবার গভীর রাতে তাকে আটকের চেষ্টাকালে তিনি পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে জুয়েল নিহত হয়। নিহত জুয়েলের বিরদ্ধে অন্তত এক ডজন মাদক মামলা রয়েছে।