
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায় শনিবার দুপুর ১২ টার দিকে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের বাবু মিয়ার শিশু পুত্র মুহিত (৭)বাড়ীর অন্য শিশুদের সাথে বাড়ী সংলগ্ন পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়।পরে ভাসমান অবস্থায় শিশু মুহিতকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
অপরদিকে একই ইউনিয়নের জগৎরায় গোপালপুরে ইমরান (৭)নামের আরেক শিশু বাড়ীর পার্শ্বে পুকুরের গোসল করার সময় পানিতে ডুবে যায়।
এলাকাবাসী ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
ইমরাম বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামের রেজাউল করিমের পুত্র।
বাবা -মা চট্রগ্রামে কাজ করায় শিশু ইমরান গোপালপুর গ্রামে তার ফুফুর বাড়ীতে থাকতো বলে জানা গেছে।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষীত মহিলা সদস্য মনিরা আক্তার মনি পানিতে ডুবে ২ শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।