
গাইবান্ধায় অব্যাহত নদী ভাঙ্গন প্রতিরোধের দাবীতে নদী পাড়ে মানববন্ধন করেছে তিস্তা পারের ভাঙ্গন কবলিত হাজার নারী-পুরুষ।
আজ ১৯ মে শনিবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রীপুরে তিস্তা নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের এসময় বক্তব্য রাখেন কাপাসিয়া ইউনিয়নের মেম্বর রেজাইল করিম জেতর্দার, মান্নান মিয়া, মোহাম্মদ আলী সহ স্থানীয় সচেতন জনতা।
বক্তারা জানায়, গত কয়েকদিন ধরে জেলার কাপাসিয়া, শ্রীপুর, কুরুয়াবাদা, কেল্লাবাড়ি, গোঘাট, গবরাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের মুখে গত ২ দিনে অন্তত ২ শতাধিক বাড়ি-ঘড় ভেঙে গেছে। ভাঙ্গনের মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রন বাধের স্লুইচ গেট। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ড কোন প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করছেনা বলে অভিযোগ তুলে ধরেন।