
“রক্ত দিলে হয়না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভুতি”এই প্রতিপাদ্য কে সামনে রেখে আসন্ন রমজান মাসে রক্তের চাহিদা পুরনের লক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসুচী অনুষ্ঠিত হয়।
আজ ৮মে মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার নব অনুমোদিত কমিটির সভাপতি আসিফ সরকার ও সাধারন সম্পাদক মোছাদ্দেক হোসেন মামুনের ঐকান্তিক প্রচেষ্টায় সকাল ১১ টা থেকে দুপুর টা ২ টা পর্যন্ত গাইবান্ধা জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ রক্তদান কর্মসুচী পালিত হয়।এতে সার্বিকভাবে সহযোগিতা করে সেচ্ছাসেবী সংগঠন সন্ধানী ডোনার ক্লাব।
এ সময় গাইবান্ধা জেলা ছাত্রলীগের উদীয়মান তরুনরা সেচ্ছায় রক্তদান কর্মসুচীতে অংশগ্রহন করে এবং অনেকে এক ব্যাগ করে রক্তদান করে।
বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলার সভাপতি আসিফ সরকার ও সাধারন সম্পাদক মোছাদ্দেক হোসেন মামুন সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ সবসময় মানুষের সেবা করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে আসন্ন রমজান মাসে রোগীদের রক্তের চাহিদা পুরনের জন্য আমরা রক্তদান কর্মসূচী হাতে নিয়েছি। পর্যায়ক্রমে জেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হবে।