
অবশেষে ধরা পড়ল চেক জালিয়াতি মামলার পলাতক আসামী ইমরান কবীর শামীম ওরফে নেংড়া শামীম। মামলার অভিযোগ সুত্রে জানা যায় গাইবান্ধা পশ্চিম পাড়াস্থ মৃত খোকা মিয়ার সন্তান ইমরান কবীর শামীম ওরফে নেংড়া শামীম গোডাউন রোডস্থ মিজানুর রহমান রাজু,র করা চেক জালিয়াতি মামালায় আদালতের গ্রেফতারী পরোয়ানা মুলে গাইবান্ধা সদর থানা পুলিশ গতকাল রাতে তাকে তার ডিবি রোডস্থ ফার্ণিচার থেকে গ্রেফতার করে।
দীর্ঘদিন থেকেই এই নেংড়া শামীম জেলার বিভিন্ন স্থানে লোক দেখানো ইট ভাটা ভাড়া নিয়ে সে সকল এলাকার নিরীহ লোকজনকে কম মুল্যে ইট দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া, বিভিন্ন সংগঠনের গ্রুপিং এর সুযোগ নিয়ে কোন এক পক্ষের পক্ষ নিয়ে ফায়দা লোটা এ যেন নেংড়া শামীমের নিত্য দিনের কাজ।
এ ছাড়াও সুত্র মতে জানা যায় ডিবি রোডস্থ তার একটি ফার্ণিচার এবং গোডাউন রয়েছে সেখানেও প্রশাসনের চোখকে ফাকি দিয়ে চলে জমজমাট জুয়া এবং নেশার আসর। মামলার বিষয়ে মিজানুর রহমান রাজু জানান ২০১৩ সালে তার কাছ থেকে নেংড়া শামীম ইট দেয়ার কথা বলে ৪ লক্ষ টাকা নেয়, কিন্তু পরবর্তিতে ইট চাইতে গেলে বিভিন্ন তালবাহানা করতে থাকে এবং আমাকে ইট কিংবা টাকা কোনটাই দেয়নি তাই আমি বাধ্য হয়ে গাইবান্ধা আদালতে মামলা করি এবং সেই মামলায় তাকে গত রাতে পুলিশ নেংড়া শামিমকে গ্রেফতার করে।
এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, আমরা গ্রেফতারী পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করেছি এবং আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।