
গাইবান্ধায় পৌরসভাধীন পলাশপাড়ার গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে শাহিদুর রহমানের বসতবাড়ীতে ইয়াবা সেবনকালে তিন যুবককে ইয়াবা সহ আটক করেছে সদর থানা পুলিশ।
ইয়াবাসহ আটককৃতরা হলো পৌরসভাধীন পলাশপাড়ার চান মিয়ার ছেলে আরিফ সরকার (২৬), শাহিদুর রহমানের ছেলে ২/ সোয়াইব রহমান সেতু (৩০), মুন্সিপাড়ার শাহজাহান শেখের ছেলে ৩. জাহিদুল ইসলাম (৩২) ইয়াবা সেবন কালে হাতে নাতে আটককালে তাদের নিকট থেকে ৪৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ খান. শাহরিয়ার জানান,আটককৃত ইয়াবা সেবী ও কারবারি আরিফ এর বিরুদ্ধে হত্যা মামলা সহ মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। সকলেই ভাল পরিবারের তবে মাদক সেবী ও মাদক ব্যাবসায়ি বটে। এ ঘটনায় এ তিন যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।