
গাইবান্ধায় ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিল সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ ১০ মে বৃহস্পতিবার বেলা অনুমানিক ১১ টা ১০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম সাঘাটা থানাধীন বোনার পাড়া ১নং রেল গেট হতে মহিমাগন্জ গামী পাকা রাস্তার বাটি নামক ব্রীজের উপর হতে ইয়াবা এবং ফেন্সিডিল বিক্রয় করা কালীন সময় দীর্ঘ ১৫ বৎসরের পুরাতন মাদক ব্যবসায়ী হোসনেয়ারা বেগম (৪৮) কে ১৯৩ ( একশত তিরানববই ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০(দশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত হোসনেয়ারা বেগম (৪৮) জেলার সাঘাটার উপজেলার শিমুলতাইর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবা ও ফেন্সিডিলের সর্বমোট মূল্য ৮৩২০০/= টাকা। তিনি আরো বলেন গ্রেফতার কৃত আসামী হোসনেয়ারার পুর্বে আরো ৪ টি মাদক মামলা বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ইয়াবা ও ফেন্সিডিল সহ গ্রেফতার হওয়ার ঘটনায় হোসনেয়ারা এর বিরুদ্ধে সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।