
বিশ্ব মা দিবসটি উদযাপনে গাইবান্ধায় গতকাল ১৩ মে রবিবার এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শহরে র্যালি, আলোচনা সভা, স্বপ্নজয়ী রত্মগর্ভা মায়েদের গল্প বলা ও সম্মাননা প্রদান করা হয়।
সকালে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গন র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও রত্মগর্ভা মায়েদের গল্প বলা এবং তাদের সম্মননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান, শিরিন আকতারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রত্নগর্ভা মা নুরুন্নাহার বেগম, আনোয়ারা বেগম ও শিরিনা খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।