
কাজ খাদ্য রেশনসহ জনস্বার্থে বাজেটে ৭৫ হাজার কোটি টাকার থোক বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। আজ ২৮ মে সোমবার বাসদ মাকর্সবাদী গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা বাসদ আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বেকার সমস্যা। প্রায় সারে ৫ কোটি মানুষ কর্মহীন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা-চিকিৎসা এখন পণ্য, টাকা থাকলে পাওয়া যায়, না থাকলে পাওয়ার কোন উপায় নাই। কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না। ক্ষেতমজুরদের সারাবছর কাজ নেই। নেতৃবৃন্দ কৃষক শ্রমিকসহ সাধারণ মানুষের উপরোক্ত সমস্যা সমাধানের জন্য আগামী বাজেটে ৭৫ হাজার কোটি টাকা থেকে বরাদ্দ করার দাবি জানান।
তারা মাদক-জুয়া ও পর্ণোগ্রাফি বন্ধে কার্যকর আইনী উদ্যোগ দাবি করেন এবং মাদকবিরোধী অভিযানের নামে বিনা বিচারে মানুষ হত্যা বন্ধ করার জোর দাবি জানান।