
গাইবান্ধায় বয়স্ক ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। শহর সমাজসেবা কার্যালয় আজ ২১ মে সোমবার সকালে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
জেলা সমাজসেবা উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর কামাল আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর দিলরুবা পারভীন ঝর্না, কাউন্সিলর মো. আবদুল মতিন সেলিম, শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক প্রমুখ।
উল্লেখ. গাইবান্ধা পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ২২জন সুবিধাভোগী ও ৯নং ওয়ার্ডের ১০জন সুবিধাভোগীর মাঝে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়।