
অনুপ্রেরণা জাগানিয়া মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের একজন সাব-ইন্সপেক্টরকে পুরস্কার দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সোমবার (৭ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে শবনম সুলতানা নামের এই উপ-পরিদর্শককে আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়।
পুলিশ প্রধান বলেন, শবনম সুলতানা নিজ উদ্যোগে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যে নৈপূণ্য দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি নিজে আহত গাড়ি চালককে সেবা দিয়ে মানবিক সেবার অনন্য নজির স্থাপন করেছেন। তার এ মানবিক উদ্যোগের ফলে জনমনে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বেড়েছে।
সূত্র: বাসস