
মাদকের ভয়াল থাবা হতে জেলা কে মুক্ত করতে জেলা জুড়ে জেলা পুলিশের লাগাতার অভিযানের অংশ হিসাবে এক অভিযান চালিয়ে গাইবান্ধার সদর উপজেলা খামার বল্লমঝাড় গ্রামে ইয়াবা সহ ইয়াবা ব্যবসায়ি সান্টুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
৮ মে মঙ্গলবার রাত্রী অনুমানি ৮ টা ৪৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম ২য় অভিযান চালিয়ে সদর থানার খামার বল্লমঝাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হতে ইয়াবা বিক্রয় করা কালীন সময় রেজানুর রহমান ওরফে সান্টু(৪৪) কে ২০৩( দুইশত তিন) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
ইয়াবা সহ আটক ইয়াবা ব্যবসায়ী রেজানুর রহমান সান্টু (৪৪) সাদুল্যাপুর উপজেলার বদলাগাড়ী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার এর মূল্য ৮১২০০/= টাকা। আটককৃত ইয়াবা ব্যবসায়ী রেজানুর রহমান সান্টুর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা রুজুর হয়েছে।