
ইন্দোনেশিয়ায় চার্চে (গির্জা) আত্মঘাতী হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
রবিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম পূর্ব উপকূলীয় শহর সুরাবায়ায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহতের সংখ্যা বাড়তে পারে।
পূর্ব জাভার পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং বলেছেন, তিনটি চার্চে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হতাহত হওয়ার ব্যাপারে আরো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, অন্য কোনো চার্চে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা তা জানার চেষ্টা করছে সরকার।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় মাঝে-মধ্যে চার্চে হামলার ঘটনা ঘটে। এর আগে ২০০০ সালে বড় দিনের অনুষ্ঠান চলাকালে একটি চার্চে হামলায় অন্তত ২০ জন নিহত হয়।
এদিকে, রবিবারের বিস্ফোরণের ঘটনায় সুরাবায়ার সকল চার্চ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শহরে একটি বড় ধরনের ফুড ফেস্টিভাল হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
আরো পড়ুন…
প্যারিসে হামলায় দুইজন নিহত, আহত বেশ কয়েকজন
ফ্রান্সের গণমাধ্যম বলছে,প্যারিসে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালালে দুইজন নিহত এবং অন্তত কয়েকজন আহত হয়েছে।
এদিকে হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে।
তার পরিচয় এখনো জানা যায় নি। তবে তিনি আইএসের সদস্য বলে দাবি করেছে জঙ্গি গোষ্ঠীটি।
সেন্ট্রাল প্যারিসে অপেরা ডিস্ট্রিক-এ হামলার ঘটনাটি ঘটে। এই এলাকায় অনেক নামী রেস্টুরেন্ট রয়েছে৷
শনিবার সেখানে প্রচুর মানুষ ভিড় জমায়৷ সোশ্যাল মিডিয়ায় হামলার মুহূর্তের অনেক ভিডিও পোস্ট করেন৷ তাতে দেখা গিয়েছে হামলার জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে৷ প্রাণ ভয়ে বাঁচতে অনেকে পড়ে গিয়ে জখম হন৷
প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করছিলেন মানুষজন ভয়ে রাস্তা থেকে দৌড়ে বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে আশ্রয় নিয়েছে।
এই হামলার উদ্দেশ্য কি ছিল সেটা তাৎক্ষণিক-ভাবে এখনো জানা যায় নি।