
ইয়াছিন হোসেন শুভ ঢাকার আশুলিয়ার বেড়িবাঁধে লেগুনা ও বাসের বেপরোয়াভাবে চলার কারণে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে গাইবান্ধা প্রেস ক্লাবের সম্মুখে আজ ২৬ মে শনিবার এক মানববন্ধন কর্মসূচি পালন করে। গাইবান্ধা এপেক্স ক্লাব এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এপেক্স কাব অব গাইবান্ধা শাখার প্রেসিডেন্ট এপেঃ আব্দুল খালেক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবাধিকার সংস্থা জেলা কমিটির সাধারণ সম্পাদক এপেঃ অ্যাড. সরদার রোকনুজ্জামান পলাশ, সাবেক প্রেসিডেন্ট সামিউল ইসলাম পিপলু, এপেঃ আনিসুল হক দুলু, মানবাধিকার সংস্থা জেলা কমিরি সভাপতি ও এপেঃ খায়রুজ্জামান, এপেঃ ফাতেমা ইয়াসমিন, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর এপেঃ দিলরুবা পারভীন ঝর্না, গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ।
বক্তারা লেগুনা ও বাসের দোষী ড্রাইভারদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। সেইসাথে মৃত শুভ’র পরিবারকে ক্ষতি পূরণ দেয়ারও দাবি জানান। উলেখ্য, গত বছরে একইভাবে ওই শুভ’র বাবা আফরোজ জামানের সড়ক দুর্ঘটনায় দুটি পা ভেঙ্গে যায়। এরপর তার দুটি পা কেটে ফেলতে হয়। ফলে তিনি পঙ্গুত্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন।