1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জের ৩ নং খনগাঁও ইউনিয়নের শান্তিনগরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা যখন ‘বিনোদন’;অনিয়ম-দুর্নীতির ছায়ায় ভবিষ্যৎ প্রজন্ম! ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান এটিএম আজহারুল ইসলামের সাদুল্লাপুরে নির্বাচনী সভায় ডাঃ সাদিকের অঙ্গীকার: উন্নয়ন ও নাগরিক সেবাই হবে অগ্রাধিকার কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও সিটি কর্পোরেশনের ঘোষণা জামায়াত আমিরের দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ গাইবান্ধাকে অগ্রাধিকার দিয়ে উত্তরাঞ্চলের উন্নয়ন করা হবে —আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ত্রয়োদশ নির্বাচন, ঠাকুরগাঁও-৩ আসনে আত্মমর্যাদার সন্ধানে বিএমজেপি ও কমলাকান্ত রায়ের নতুন রাজনৈতিক যাত্রা আগামী কাল পলাশবাড়ীতে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আফগানিস্তানের কান্দাহারে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৬

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

দক্ষিণ আফগানে গাড়ি বোমা বিস্ফোরণে ছয়জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ আফগানের কান্দাহার শহরে নিরাপত্তাচৌকির কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা এসব তথ্য জানায়।

কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদীর বরাত দিয়ে আলজাজিরা জানায়, শহরের প্রধান মার্কেটের সামনে মেকানিকের দোকানের কাছে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, যেহেতু মেকানিকসের দোকান আবাসিক এলাকার কাছে রয়েছে। নিহতরা সবাই বেসামরিক লোক।

কান্দাহারের মিরওয়ার্স হাসপাতালের প্রধান নেয়ামুতুল্লাহ বারাক বলেন, চিকিৎসার জন্য বেশ কয়েকজন আহত শিশুদের হাসপাতালে আনা হয়েছে।

এর আগে আফগানিস্তানের জালালাবাদ স্টেডিয়ামে সিরিজ বোমা বিস্ফোরণে দশ জন নিহতের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে আহত হন আরো অন্তত ৫৭ জন।

শুক্রবার দিবাগত রাতে পূর্ব নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহরে এ হামলার ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম টোলো নিউজ এ খবর দিয়েছে।

প্রদেশ সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগাইনি জানান, শহরের একটি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচটির আয়োজন করা হয়, যেখানে অনেক দর্শক উপস্থিত হয়েছিল। খেলা চলাকালে ওই হামলা চালানো হয়।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে টুর্নামেন্টের আয়োজক হেদায়েতুল্লাহ জহির এবং লাঘমান প্রদেশের মেহতারলাম শহরের উপ-মেয়র ড. নিকালও রয়েছেন।

প্রসঙ্গত, রমজান মাস উপলক্ষে স্থানীয় কয়েকটি টিম নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থায় রয়টার্স বলেছে, তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, রয়টার্স

আরো পড়ুন…
আফগানিস্তানে মসজিদে তালেবানের হামলায় নিহত ১৯
কাবুল: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি মসজিদ উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের বোমা হামলায় অন্তত ১৯ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক মুসল্লি।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র বাসির বিনা জানিয়েছেন, মুসল্লিরা রবিবার সন্ধায় মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হলে সেখানে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

মসজিদটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় বলে জানিয়েছেন বাসির বিনা। আগামী অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রাদেশকি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বোমাটি হয়ত আগে থেকে মসজিদে পেতে রাখা হয়েছিল। জঙ্গিদের পক্ষ থেকে এটি আত্মঘাতী হামলা ছিল না বলে তিনি জানান।

খোস্ত প্রদেশের পুলিশ প্রধান আব্দুল হানান বলেছেন, তিনি মনে করছেন, মসজিদের ভেতর ভোটার রেজিস্ট্রেশনের জন্য যেসব তাবু স্থাপন করা হয়েছে সেগুলোর কোনো একটির ভেতরে তালেবান বোমাটি পেতে রেখেছিল।

কোনো জঙ্গি গোষ্ঠী খোস্ত প্রদেশের মসিজদে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা সাধারণত তালেবান জঙ্গি গোষ্ঠী চালিয়ে থাকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft