
বিএনপি একের পর এক মিথ্যাচার করছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,‘পত্রিকায় দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০১৫ সালে লন্ডনে একটি প্রাইভেট কোম্পানি খুলেছেন। সেখানে তার পরিচয় দেখানো হয়েছে- তিনি ব্রিটিশ নাগরিক। তার স্ত্রী জোবায়দা রহমান সেই কোম্পানির পরিচালক। আজকে বিএনপি কি বলবে। অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে বিএনপি। তারেক রহমানের বিদেশে প্রাইভেট কোম্পানি খোলা এবং বিদেশি নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার উত্তর কী দিবে বিএনপি।’
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুণি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার’ ১০৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বর্তমান পার্লামেন্টে কোনও প্রতিনিধি না থাকায় নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন যথা সময়েই হবে। নির্বাচনে কে আসলো আর কে আসলো না সেটা নিয়ে জনগণের কিছু করার নেই।
খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে কামরুল বলেন, ‘আদালত যদি তার দণ্ড স্থগিত করেন তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। এটা আদালতের বিষয়। কারাগারে বসে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি উচ্চ আদালতে গেছেন, আশা করি খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। রায় তার পক্ষে গেলে ন্যায় বিচার আর বিপক্ষে গেলে ন্যায় বিচার নয়- এটা কোনো কথা হতে পারে না।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী প্রমুখ।