1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আগামী কাল পলাশবাড়ীতে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান হংসবাহনা সরস্বতী দেবীর আবাহনে পলাশবাড়ী সরকারি কলেজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় সিপিবির বর্ধিত আলোচনা সভা আমীরে জামায়াতের জনসভা সফল করতে পলাশবাড়ীতে জামায়াতের বিশাল মিছিল পলাশবাড়ীতে র‌্যাবের অভিযানে ১ টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার পীরগঞ্জ উপজেলার সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সরস্বতী পূজা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা

অন্তর্বর্তীকালীন সরকার না থাকায় আজই মাহাথিরের শপথগ্রহণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় কোনো অন্তর্বর্তীকালীন সরকার না থাকায় সরকার গঠন জরুরী। তাই সরকারী ঘোষণার আগেই আজই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সদ্য দেশটির সাধারণ নির্বাচনে বিজয়ী মাহাথির মোহাম্মদ।

বৃহস্পতিবার (১০ মে) স্থানীয় সময় সকালে ৯২ বছর বয়সী মাহাথির একথা বলেন।

এর আগে বুধবার (৯ মে) মালয়েশিয়ায় ১৪তম সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয় পান দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার এই বিজয় ব্রিটেন থেকে দেশটির স্বাধীনতা লাভের ৬১ বছরের মধ্যে সরকার প্রথম পরিবর্তনের দরজা খুলে দিয়েছে।

ক্ষমতা হারাল দীর্ঘ ৬০ বছর ক্ষমতায় থাকা বারিসান ন্যাশনাল। মাহাথির এই বারিসান ন্যাশনালের নেতা হিসেবেই দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন।

এই নির্বাচন বহুদিনের একদলীয় (বারিসান ন্যাশনাল) শাসনের পর মালয়েশিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে ওলট-পালট করে দিয়েছে। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশটি বুধবার সরকারের পরিবর্তনের জন্য এক অসাধারণ ভোটে অংশ নেন।

ভোটের এই ফলাফল অনেকটা দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাজনৈতিক ভূমিকম্পের মতো, যেখানে দীর্ঘদিন ধরে এক পক্ষের শাসনের প্রবণতা রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা আরো বেশি কর্তৃত্ববাদী শাসনের দিকে মোড় নিয়েছে।

ভোট গণনার এক ম্যারাথন রাতের পর প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, পার্লামেন্টর ২২২টি আসনের মধ্যে মাহাথিরের পাকাতন হারপন (চার দলীয় জোট) জোট কমপক্ষে ১১৯ টি আসন পেয়েছে।

নির্বাচন কমিশনের অফিসিয়াল ফলাফল অনুযায়ী, নাজিবের বারিসান নাশনাল (ন্যাশনাল কোয়ালিশন) জিতেছে মাত্র ৯৭টি আসন। বাকি ছয়টি আসনের ফলাফলের বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

ফলাফল ঘোষণার পরপরই মাহাথিরের উৎফুল্ল সমর্থকেরা কুয়ালালামপুরের রাস্তায় নেমে আসেন। ৩১ মিলিয়ন মানুষের এই দেশটির জনগণ ঐতিহাসিক এই বিজয়টি উদযাপন করতে জাতীয় পতাকা হাতে রাস্তায় গাড়ি বহর নিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।

বুধবার মধ্যরাতের সম্মেলনে মাহাথির সাংবাদিকদের বলেন, এটা মনে হচ্ছে ৬১ বছরের মধ্যে মালয়েশিয়ায় প্রথমবারের মতো সরকারের পরিবর্তন হবে।

৯২ বছর বয়সী মাহাথির বলেন, মালয়েশিয়ার সাংবিধানিক রাজতন্ত্রের একজন প্রতিনিধি এবং প্রধানমন্ত্রী তার বিজয়কে স্বীকার করে বিরোধী দলের সঙ্গে যোগাযোগ করেছেন। খুব শিগগিরই তার শপথ অনুষ্ঠানের আয়োজন হবে বলে তিনি আশা করছেন।

বৃহস্পতিবার সকালের প্রথম দিকে কুয়ালামপুরের শেরাটন হোটেলে সমর্থক ও মিডিয়াকে বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের জন্য আমরা নাজিবের বিরুদ্ধে প্রতিশোধ নেবার চেষ্টা করছি না। আমরা আইনের শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছি।’

মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বরিশন ন্যাশনাল জোটের হয়ে ২২ বছর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, যেটি (বরিশান ন্যাশনাল জোট) এখন তার সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার পর থেকেই দেশটির রাষ্ট্রক্ষমতায় ছিল রাজনৈতিক জোট বারিসান ন্যাশনাল (বিএন)। ৬০ বছরেরও বেশি সময় ধরে এই জোট মালয়েশিয়া শাসন করেছে। মাহাথির মোহাম্মদও এই জোটের অংশ ছিলেন। ক্ষমতায়ও এসেছিলেন, ছিলেন সবচেয়ে বেশি সময় ধরে।

এর আগে, নাজিব মন্ত্রিসভার সদস্য খাইরি শেখ জামালউদ্দিন জানান, প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৃহস্পতিবার একটি প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবেন। তবে, নাজিব এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো কথা বলেন নি।

খাইরি শেখ জামালউদ্দিন বলেন, ‘আমরা জনগণের ইচ্ছাকে মেনে নিতে যাচ্ছি। যাই হোক না কেন আমাদের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft