
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজে সিক্রেট সার্ভিসের ভার্চুয়াল বন্দি হিসেবে বাস করছেন বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী ব্রিগিতি ম্যাক্রোঁ। মেলানিয়া এর মাধ্যমে তার কঠোর ব্যক্তিত্বকে লুকিয়ে রাখছেন বলেও ব্রিগিতি মন্তব্য করেন।
ওয়াশিংটনে তিন দিনের সফরের অভিজ্ঞতা নিয়ে ফরাসি সাংবাদিকদের এই কথা বলেন ফার্স্ট লেডি ব্রিগিতি ম্যাক্রোঁ।
এর আগে, ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এখনো অনেকে মনে করেন স্বামী ট্রাম্পের বারবার হাত ধরা ও আলিঙ্গন করতে চাওয়ার তুলনায় মেলানিয়া এখনো বেশি কঠোর ও গম্ভীর।

৪৮ বছর বয়সী মেলানিয়ার এই চিত্রটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন ৬৫ বছর বয়সী ব্রিগিতি ম্যাক্রোঁ।
মেলানিয়ার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘মেলানিয়া সত্যিই খুব মজার মানুষ। রসবোধ সম্পর্কে আমরা একই রকম অনুভূতি অনুভব করছি। আমরা একত্রে অনেক হেসেছি।’

তিনি বলেন, ‘তিনি সব কিছু বেশ ভালভাবে আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। তিনি এমন একজন, যার একটি শক্তিশালী ব্যক্তিত্ব রয়েছে। কিন্তু তিনি তা লুকানোর চেষ্টা করেন।’
মেলানিয়ার বিধি নিষেধপূর্ণ জীবনের জন্য সহানুভূতি প্রকাশ করে ফরাসি ফার্স্ট লেডি বলেন, ‘মেলিনিয়া অবশ্যই প্রাণবন্ত। কিন্তু তিনি আমার চেয়ে অনেক বেশি সীমাবদ্ধ জীবন-যাপন করেন। এই কারণে তিনি কিছুই করতে পারেন না।’
তিনি বলেন, ‘তার নিরাপত্তাটি অত্যন্ত ভয়ানক। তিনি এমনকি হোয়াইট হাউসে একটি জানালাও খুলতে পারেন না কারণ এটি করলে তাৎক্ষণিক নিরাপত্তা সার্ভিসকে কল করা হয় এবং তা বন্ধের জন্য বলা হয়।’
ব্রিগিতি আরো বলেন, ‘তিনি বাইরে তার একটি পাও ফেলতে পারেন না। কিন্তু আমি প্রতিদিনই প্যারিসে যাই।’
হোয়াইট হাউসের স্বাগত অনুষ্ঠানে দুই ফার্স্ট লেডি একে অপরকে জড়িয়ে ধরেন।
স্বামীর চেয়ে পঁচিশ বছর বয়স্ক ব্রিগিটি ম্যাক্রোঁ প্রায় একবছর ধরে এলিসি প্রাসাদে তার জীবন-যাপনের বিষয়েও কথা বলেছেন বলে টাইমসের প্রতিবেদনে বলা হয়।
সূত্র: এনজেট হেরাল্ড ডটকম