
বিনোদন ডেস্ক: হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে গত বছরের অক্টোবরে। আর এই বিষয় নিয়ে দুর্দান্ত প্রতিবেদনের জন্য যৌথভাবে মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার জিতেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও নিউ ইয়র্কার ম্যাগাজিন।
পুলিৎজার প্রশাসক ডানা কেনেডি জানান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাজনৈতিক অঙ্গন, শোবিজ, প্রযুক্তি ও গণমাধ্যমে কাজ করা নারীরা যে প্রভাবশালী ব্যক্তিদের অন্যায় আচরণের শিকার হচ্ছে এ বিষয়টি সামনে নিয়ে আসার জন্যই নিউ ইয়র্ক টাইমস ও নিউ ইয়র্কারকে এ পুরস্কার দেয়া হয়েছে।
মূলত ম্যাগাজিন দু’টিতে প্রকাশিত হওয়া প্রতিবেদনগুলোর পথ ধরেই শতাধিক নারী প্রভাবশালী এ প্রযোজকের অন্যায় আচরণের বিরুদ্ধে মুখ খোলেন। ওয়াইনস্টিনের আচরণ নিয়ে জনপ্রিয় অভিনেত্রীদের অভিযোগের মধ্য দিয়েই সূচনা হয়,‘ #মি টু’ আন্দোলনের।
এমন কি অভিযোগের পরে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকেও বহিষ্কার করা হয় তাকে। যদিও পরে তিনি এই আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে তিনি দাবি করেন অপরপক্ষের সম্মতি ছাড়া কোন ধরনের যৌন সম্পর্কে জড়াননি।
সম্মানজনক পুরস্কার হিসেবে খ্যাত পুলিৎজার সাহিত্য ও শিল্পের বিভিন্ন ক্যাটাগরিতেও দেয়া হয়। এবার নন-ক্লাসিকাল/জ্যাজ শিল্পী পুরস্কার জিতেছেন র্যাপার ক্যান্ড্রিক লামার ।
সিনেট প্রার্থী রয় মুরের যৌন অসদাচারণ নিয়ে লিখে অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরিতে পুলিৎজার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের মাদকের বিরুদ্ধে যুদ্ধের ধারাবাহিক প্রতিবেদনের কারণে আন্তর্জাতিক রিপোর্টিং ফর কভারেজ ক্যাটাগরিতে পুলিৎজার জিতেছে রয়টার্স।
একই সাথে রোহিঙ্গা সংকট বিষয়ে ফিচার ফটোগ্রাফ ক্যাটাগরিতেও পুলিৎজার পেয়েছে সংস্থাটি।